
৯৫তম বিএমএ লং কোর্সে ক্যাডেট নিয়োগ | join.army.mil.bd
BD Army Job Circular 2025 – ৯৫তম বিএমএ লং কোর্স ক্যাডেট নিয়োগ ২০২৫: বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৫তম বিএমএ লং কোর্সে ক্যাডেট নিয়োগের জন্যে join.army.mil.bd ওয়েবসাইটে সেনাবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার প্রকাশ করেছে। SSC/HSC/A-Level উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে ৯৫তম বিএমএ লং কোর্স ক্যাডেট নিয়োগ-এর বিস্তারিত জেনে ২১ মার্চ ২০২৫ তারিখের মধ্যে আবেদন করুন।
BD Army Job Circular 2025
বাংলাদেশ সেনাবাহিনী ৯৫তম বিএমএ লং কোর্সে কমিশন্ড অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের সাহসী ও যোগ্য তরুণ-তরুণীদের জন্য সেনাবাহিনীতে কর্মজীবন গড়ার একটি উত্তম সুযোগ।
কোর্স ও আবেদন সংক্রান্ত তথ্য
কোর্সের নাম: ৯৫তম বিএমএ লং কোর্স।
আবেদনের সময়সীমা: ২১ মার্চ ২০২৫ পর্যন্ত।
আবেদন পদ্ধতি: https://join.army.mil.bd
আবেদন ফি: ২,০০০/- টাকা (আবেদন ফি ১,০০০/- টাকা + অনলাইন রেজিস্ট্রেশন ফি ১,০০০/- টাকা)।
শিক্ষাগত যোগ্যতা
- জাতীয় মাধ্যম: SSC/HSC/সমমান পরীক্ষার মধ্যে একটিতে জিপিএ ৫.০০ এবং অন্যটিতে জিপিএ ৪.৫০।
- ইংরেজি মাধ্যম: O-Level এ ছয়টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘A’ গ্রেড এবং ৩টিতে ‘B’ গ্রেড, এবং A-Level এ ২টি বিষয়ে ‘B’ গ্রেড। অথবা, O-Level এ ২টি ‘A’ গ্রেড, ৩টি ‘B’ গ্রেড ও ১টি ‘C’ গ্রেড, এবং A-Level এ একটি ‘A’ গ্রেড ও একটি ‘B’ গ্রেড।
- ২০২৫ সালের HSC/A-Level পরীক্ষার্থী: SSC/O-Level এ উপরে উল্লিখিত জিপিএ/গ্রেড প্রাপ্ত হতে হবে এবং বিএমএ যোগদানের পূর্বে HSC/A-Level পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে।
বয়স: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে–
- সাধারণ প্রার্থী: ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছর।
- সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী: ১৮ থেকে ২৩ বছর।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
শারীরিক যোগ্যতা
- পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫৪ কেজি, বুক (স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারিত-৩২ ইঞ্চি)।
- মহিলা: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি, বুক (স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারিত-৩০ ইঞ্চি)।
নির্বাচন পদ্ধতি
প্রার্থী নির্বাচন কয়েকটি ধাপে সম্পন্ন হবে:
প্রাথমিক নির্বাচনী পরীক্ষা (স্বাস্থ্য ও মৌখিক): ১৫-৩০ এপ্রিল ২০২৫।
লিখিত পরীক্ষা: ৯ মে ২০২৫।
আইএসএসবি (ISSB) পরীক্ষা: পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।
প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা
৩ বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদে কমিশন।
সরকার নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি।
বিদেশে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ।
স্নাতকোত্তর/এমফিল/পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ।
আবাসন, চিকিৎসা, সন্তানদের শিক্ষার সুবিধা ইত্যাদি।
৯৫তম বিএমএ লং কোর্স ক্যাডেট নিয়োগ ২০২৫
৯৫তম বিএমএ লং কোর্স: বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জন্য ভিজিট করুন: join.army.mil.bd.
বিস্তারিত তথ্য এবং যোগাযোগের তথ্যের জন্য, অনুগ্রহ করে পরিচালক, কর্মী প্রশাসন অধিদপ্তর, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা, সেনা সদর দপ্তর, ঢাকা সেনানিবাসের সাথে যোগাযোগ করুন।
আবেদনের শেষ তারিখ: ২১ মার্চ ২০২৫।
আরও পড়ুন: নির্বাচন কমিশনে ৪৬৮ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ পরীক্ষা ৩১ জানুয়ারি | ecs.gov.bd