
পোস্টাল একাডেমী, রাজশাহীতে চাকরির সুযোগ | বিভিন্ন পদে আবেদন করুন
পোস্টাল একাডেমী রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: ডাক অধিদপ্তরের অধীনস্থ পোস্টাল একাডেমী, রাজশাহী বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য পোস্টাল একাডেমী রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে পোস্টাল একাডেমী রাজশাহী নিয়োগ ২০২৫ সার্কুলার, পদের তথ্য, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং Rajshahi Postal Academy Job Circular 2025 সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। আগ্রহ ও যোগতা থাকলে শেষসময়ের জন্য অপেক্ষা না করে আজই আবেদনের প্রস্তুতি নিন।
পোস্টাল একাডেমী রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদের নাম: অডিওভিজ্যুয়াল মেকানিক
শূন্যপদ: ০১টি
বেতন-স্কেল: ১১,৩০০-২৭,৩০০ (গ্রেড-১২)
আবেদন যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং কোন স্বীকৃত বোর্ড/ইন্সটিটিউট/প্রতিষ্ঠান হতে অডিওভিজ্যুয়াল বিষয়ে সার্টিফিকেট কোর্সধারী।
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেট
শূন্যপদ: ০৩টি
বেতন-স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)
আবেদন যোগ্যতা: স্নাতক। সাঁটলিপিতে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে ৮০ ও ৬০ শব্দ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ থাকতে হবে; এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল-২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: উচ্চমান সহকারী
শূন্যপদ: ০২টি
বেতন-স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর,পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল-২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
আরও পড়ুন: পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরির সুবর্ণ সুযোগ! বিভিন্ন পদে ১৯ জন নিয়োগ
পদের নাম: ড্রাইভার (ভারী)
শূন্যপদ: ০১টি
বেতন-স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ (গ্রেড-১৫)
আবেদন যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী গাড়ি চালনার ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
শূন্যপদ: ০১টি
বেতন-স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে ২০ ও ২০ শব্দ থাকতে হবে; এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল-২ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: তদন্ত সহকারী
শূন্যপদ: ০১টি
বেতন-স্কেল: ৮,৮০০-২১,৩১০ (গ্রেড-১৮)
আবেদন যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং বাংলা ও ইংরেজীতে কথোপকথনের দক্ষতাসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)
শূন্যপদ: ০৪টি
বেতন-স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
আরও পড়ুন: Office Assistant: অফিস সহায়ক এর কাজ কি? যোগ্যতা, বেতন ও সুবিধা
পদের নাম: বাবুর্চি/এটেনডেন্ট
শূন্যপদ: ০২টি
বেতন-স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে; এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
Rajshahi Postal Academy Job Circular 2025
পদের নাম: গার্ডেনার
শূন্যপদ: ০১টি
বেতন-স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
এবং বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
শূন্যপদ: ০১টি
বেতন-স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: নিরাপত্তা প্রহরী
শূন্যপদ: ০১টি
বেতন-স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
আবেদন যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ; এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
আরও পড়ুন: ব্যাংকার্স সিলেকশন কমিটিতে অফিসার (ক্যাশ) পদে ১,২৬২টি নিয়োগ
পদের নাম: হোস্টেল এটেনডেন্ট
শূন্যপদ: ০১টি
বেতন-স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
আবেদন যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ; এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
পোস্টাল একাডেমী রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বয়সসীমা: ১৮ নভেম্বর ২০২৪ এ প্রকাশিত অধ্যাদেশ নং-১১ অনুযায়ী সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। এক্ষেত্রে ৩১.০১.২০২৫ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮-৩২ বছর এর মধ্যে হতে হবে।
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। নাগরিকত্ব প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।
প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতোপূর্বে কোন সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার পক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।
রাজশাহী পোস্টাল একাডেমী নিয়োগ
পরীক্ষা গ্রহণের পদ্ধতি: মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল-২,৩,৪ ও ৫ এ বর্ণিত বিধিমালা অনুযায়ী; এবং প্রযোজ্য ক্ষেত্রে নিয়োগ কমিটি কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া: পোস্টাল একাডেমী রাজশাহী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের রাষ্ট্রীয় মালিকানাধীন Alljobs by Teletalk-এর মাধ্যমে এই http://paraj.teletalk.com.bd লিংকের গিয়ে আবেদন করতে হবে। আবেদন থেকে শুরু করে চাকরিতে যোগদান পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা Alljobs Teletalk Portal-এ পাওয়া যাবে। পোস্টাল একাডেমী রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পরীক্ষার তারিখ, সময়, স্থান অথবা প্রার্থীগণের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য পোস্টাল একাডেমী, রাজশাহী এর ওয়েবসাইট http://academy.bdpost.gov.bd/ এবং ডাক অধিদপ্তর, ঢাকা এর ওয়েবসাইট www.bdpost.gov.bd এ পাওয়া যাবে।
রাজশাহীতে সরকারি চাকরি
আবেদন ফি: যে-কোন Teletalk Pre-paid Mobile নম্বর ব্যবহার করে ০২ টি পৃথক SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮.০০ টাকাসহ সর্বমোট ১৬৮/- টাকা; ২-৫ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২.০০ টাকাসহ সর্বমোট ১১২/- টাকা এবং ৬-১২ নং ক্রমিকের জন্য ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬.০০ টাকাসহ সর্বমোট মোট ৫৬/- (ছাপ্পান্ন টাকা এবং সকল গ্রেডের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) আবেদন ফি বাবদ ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬.০০ টাকাসহ সর্বমোট ৫৬/- টাকা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সঠিকভাবে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত কোন অবস্থাতেই অনলাইন আবেদনপত্র গৃহীত হবে না। আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেয়া আছে।
বিশেষ নির্দেশনা:
আবেদনপত্রে ভুল তথ্য প্রদান বা অসদুপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল শর্তাবলী পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
চাকরি থেকে আরও: ৯৫তম বিএমএ লং কোর্সে ক্যাডেট নিয়োগ | join.army.mil.bd